ফুকুশিমা থেকে ফের তেজস্ক্রিয় পানির নিঃসরণ
ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আবার তেজস্ক্রিয়াদুষ্ট পানির নিঃসরণ হয়েছে। এ পানি বিদ্যুৎকেন্দ্রটির কাছে প্রশান্ত মহাসাগরেও মিশেছে। গত দুই মাসে ফুকুশিমা থেকে তেজস্ক্রিয় পানি নিঃসৃত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। গত আগস্টে কেন্দ্রের আরেকটি ট্যাংক থেকে ৩০০ টনের বেশি দূষিত পানির নিঃসরণ হলে তা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। ২০১১ সালের প্রলয়ংকরী সুনামিতে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক চুল্লিগুলো ক্ষতিগ্রস্ত হয়।...
Posted Under : Health News
Viewed#: 33
See details.

